২০১৯ কোপা আমেরিকার গ্রূপ লীগের শেষ ম্যাচ কাতারের সাথে ২-০ ব্যাবধানে জিতে পরের রাউন্ডে যাওয়ার পর আর্জেন্টিনা সমর্থকেরা খুব খুশি ছিলেন। কিন্তু এক সাংবাদিক সম্মেলনে মেসি বলেন, " আমরা এখনো পর্যন্ত কোপার যত ম্যাচ খেলেছি সব মাঠের অবস্থা খুবই খারাপ।"
কাতারের সাথে খেলাতেও দেখা যায় মেসির অনেক সমস্যা হচ্ছিলো খেলতে। ম্যাচের শেষ দিকে মেসিকে একটা শট বারের অপর দিয়ে গেলে মেসি খুব বিরক্ত বোধ করেন। সাংবাদিকদের নেসি আরো বলেন, "মাঠগুলিতে বলটি অনেক বাউন্স করছে, বলটি নিজের আয়ত্ত্বে আনতে গেলে অতিরিক্ত নিয়ন্ত্রণে আন্তে করতে হবে। এখানে ভালো খেলাটা খুবই কঠিন।" আর্জেন্টিনার কোচও মাঠ খারাপের ব্যাপারের কথা বলেন।
No comments:
Post a Comment