Trending

Monday, 17 June 2019

জুনিয়ার ডাক্তারদের পাল্টা তোপ মুখ্যমন্ত্রীর উপর!
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর পাল্টা আক্রমণ এক জুনিয়ার ডাক্তারের। জুনিয়ার ডাক্তার দীপক গিরি করেছে, এই পাল্টা টোপ। এই আক্রমণের জবাবে দীপক জানিয়েছেন, "একজন ডাক্তার হয়ে আমি যদি এন.আর.এস - এর বহিরাগত হই। তাহলে সিঙ্গুর - নন্দীগ্রাম আন্দোলনে কি বলা হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে?" 
গত বৃহস্পতিবার এস.এস.কে.এম হাসপাতালে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আন্দোলনে মিশে আছে বহিরাগতরা। এরপর শুক্রবারে কাঁচরাপাড়ার কর্মিসভায় তিনি জানান, গতকাল এন.আর.এস-এ যে বিবৃতি করছিল সে কে? কোথায় চাকরি করে? পরে জানা যায় তার নাম দীপক গিরি। সে কাজ করে ক্যালকাটা হার্ট রিসার্চ সেন্টারে, বিগত ১০ বছর ধরে। 


মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন , তবে কেন দীপক গিরি এন.আর.এস এর জুনিয়ার ডাক্তারদের আন্দোলনে। এরপরেই বিতর্ক শুরু সর্বত্র। এরই পাল্টা জবাবে, এই দন্ত চিকিৎসক জানান যে, তিনি যদি এই আন্দোলনের বহিরাগত হন , তবে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট বাদে সর্বত্র বহিরাগত।

No comments:

Post a Comment