Trending

Sunday, 2 June 2019

হবু স্বামী তার প্রশংসায় পঞ্চমুখ
টলিউদের সুন্দরী অভিনেত্রী নুসরাত জাহান এখন ভারতের একজন সাংসদ। নির্বাচনে জয়ের পরই তিনি বিয়ের ইচ্ছা প্রকাশ করেন। আগামী মাসেই শিল্পপতি নিখিল জৈনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলছেন নুসরাত। কিছুদিন আগেই নুসরাত তার অনামিকায় হিরেখচিত এনগেজমেন্ট রিংয়ের ছবি সামনে এনেছিলেন। এবার সেই ছবিটিই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে নুসরাতের হবু স্বামী নিখিল জৈন লেখেন, 'তুমি অবশ্যই জানো ভালোবাসার অর্থ। যখন তুমি একজন মানুষের সঙ্গে থেকে বৃদ্ধ হওয়ার প্রার্থনা করা, তখন তার জন্য সব কিছু কর। তার মাধ্যমে নিজেকে আবার নতুন করে খুঁজে বের কর। এমন সঙ্গী হয়ে ওঠ, যা তুমি কখনও ভাবোনি। নুসরাত আমার জীবনকে এতটা সুন্দর করে তোলার জন্য ধন্যবাদ। তুমি আমায় মূল্যবান করে তুলেছো। অপেক্ষাটা সত্যিই পরিপূর্ণ হল।

No comments:

Post a Comment