সোমবার সকালে মাছ নিয়ে দুর্গাপুরের বেনাচিতি বাজারের দিকে যাচ্ছিল একটি ট্রাক। পুলিশ বেশি টাকা চাওয়ায় ট্রাকের ড্রাইভার না দাঁড়িয়ে বেনাচিতি বাজারের দিকে চলে যায়। এরপর পুলিশ গাড়ি নিয়ে তাড়া করে ট্রাকটি বেনাচিতি বাজার এর কাছে থামিয়ে চালককে নামিয়ে বেধড়ক মারধর শুরু করে। কিন্তু রুখে দাঁড়ায় অন্যান্য পণ্যবাহী গাড়ির চালকরা।
তারা পাল্টা নিউ টাউনশিপ থানার একজন পুলিশ এবং দু জন সিভিক ভলেন্টিয়ারকে বেধড়ক মারধর করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রতিদিন ডি ভি সি মোড়ে পণ্যবাহী গাড়ি থামিয়ে টাকা আদায় করে পুলিশ কর্মীরা। গাড়ির চালকদের 10 থেকে 15 টাকা করে দিতে হয়। শুধু এখানে নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পণ্যবাহী গাড়ি থামিয়ে পুলিশের এই তোলাবাজি চলছে বহুকাল ধরে। কিন্তু এই ঘটনার ফলে কি সচেতন হবে পুলিশকর্মীরা?
আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানবেন।
No comments:
Post a Comment