চিকিৎসক নিগ্রহ নিয়ে গোটা রাজ্য তথা দেশ তোলপাড় হবার পর এবার মালদা মেডিকেল কলেজের বাইরে বসল পুলিশ আউটপোস্ট। এখানে ডিউটিতে থাকবেন একজন পুলিশ আধিকারিক সহ 8 জন পুলিশ কর্মী। জেলাশাসক কৌশিক ভট্টাচার্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা নিয়ে একটি বৈঠক ডাকেন। পুলিশ সুপার অলক রাজুরিয়া, সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তৃপক্ষ বৈঠকে উপস্থিত ছিলেন।
দু ঘণ্টা বৈঠক শেষে পুলিশের আউটপোস্ট বসানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও সিসিটিভি রয়েছে কিনা এবং তার যথাযথ স্থানে রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হবে।
জেলাশাসক কৌশিক ভট্টাচার্য জানান পুলিশি আউটপোস্ট ব্যবস্থা করার সঙ্গে সঙ্গে সাত দিনের মধ্যে তারা এলার্ম সিস্টেম চালু করতে চলেছেন। যেখানে রোগীর পরিবারের অপ্রয়োজনীয় লোকদের ওয়ার্ডে প্রবেশের ক্ষেত্রে নজরদারি চালানো যাবে। প্রয়োজনে নির্দিষ্ট নিয়ম চালু করা হবে। দালালদের আটকানো হবে। অর্থাৎ যাতে মালদা মেডিকেল কলেজের পরে আর কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে তীক্ষ্ণ নজর রাখা হবে।
No comments:
Post a comment