লোকসভা ভোট মিটে গেছে বেশ কিছুদিন আগে।ভোটের ফলাফল ঘোষিত হয়ে গেছে। সেই অনুযায়ী প্রশাসনিক কাজকর্ম শুরু হয়েছে। তবুও আরামবাগ লোকসভা কেন্দ্রের গণনা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি।
বিজেপি প্রার্থী তপন রায় ভোট গণনায় ভুল হয়েছে এই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এই মামলাটির শুনানি হবে আগামী ২৬শে জুন শেখর ববি শরাফের এজলাসে। আপাতত রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে এই মামলার রায়ের দিকে।
মাত্র ১১৪২ ভোটে এই কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূল। তৃণমূল প্রার্থী অপরুপা পোদ্দারকে এই লোকসভা কেন্দ্রে বিজয়ী ঘোষনা করা হয় কিন্তু বিজেপি তরফে দাবি গণনায় সমস্যা রয়েছে। এমনকি ভিটি প্যাড গণনাতে ও ভুল হয়েছে। তারা এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায়। কিন্তু নির্বাচন কমিশন তাদের কথায় কান দেয় নি। আর সেই কারণেই আরামবাগ লোকসভা কেন্দ্রে ভোটে পুনর্গণনার দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি প্রার্থী তপন বাবু।
আগামী ২৬শে জুন এই মামলার রায় ঘোষণার দিন। সেদিনই জানা যাবে আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রশাসনিক দায়িত্ব কার হাতে পড়বে।
No comments:
Post a Comment