Trending

Monday, 3 June 2019

বাংলাদেশের সুন্দরবনে রেড অ্যালার্টআসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবনে সর্বোচ্চ সতর্কতায় রেড অ্যালার্ট জারি করেছে বনদপ্তর। সুন্দরবনের বন্যপ্রাণী সহ প্রান প্রকৃতি রক্ষা এবং ইকোটুরিস্টের  ঢল সামাল দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেড এলার্ট ঈদের সরকারি ছুটির শেষ দিন পর্যন্ত বহাল থাকবে। সুন্দরবনের সব বনরক্ষী ও কর্মীদের ঈদের ছুটি সীমিত করা হয়েছে। সুন্দরবনের পূর্ব বন বিভাগীয় বন কর্মকর্তা মহমুদুল হাসান বলেছেন, বিশ্বের সমগ্র বনাঞ্চলের অর্ধেকের বেশি সুন্দরবন। বিশ্বঐতিহ্য এলাকায় সুরক্ষিত সুন্দরবন প্রাণ-প্রকৃতির আধার। এই সুন্দরবনের সুন্দরী, গরান ,গেওয়া, পশু সহ ৩৩৪ টি প্রজাতির উদ্ভিদ সহ রয়েল বেঙ্গল টাইগার, মায়াবী হরিণ ,কিং কোবরা সহ প্রায় ১১৪ টি সরীসৃপ ও স্তন্যপায়ী প্রজাতি রয়েছে। ৮ প্রজাতির উভচর সহ ৩২০ প্রজাতির বণ্যপ্রাণীর বসবাস। নদীতে রয়েছে বিশ্ব বিলুপ্ত প্রায় প্রজাতি ইরাবতীর সহ ৬ প্রজাতির ডলফিন, লবণ কুমির। মৎস্য ভান্ডার হিসেবে খ্যাত বনের নদ নদী ও খাল এই রুপালি ইলিশ ও নানা প্রজাতির চিংড়ি দেখা যায়। এসবের সুরক্ষার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সুন্দরবনের চোরা শিকারি প্রবেশ,বন্যপ্রাণী পাচার রোধ করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

No comments:

Post a Comment