ট্রেন থেকে এক মাদ্রাসা শিক্ষককে জয় শ্রী রাম’স্লোগান না দেওয়ায় ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল৷এই ঘটনাটি ঘটেছে পার্ক সার্কাস এলাকায়। জখম ব্যক্তির নাম হাফিজ মহম্মদ শাহরুখ হালদার। জিআরপি-কে অভিযোগ দায়ের করা হয়েছে৷
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীর বাসিন্দা হাফিজ মহম্মদ শাহরুখ হালদার। তিনি ক্যানিং স্টেশন থেকে শিয়ালদহগামী ট্রেনে উঠেছিলেন। শাহরুখের অভিযোগ, ট্রেনটি ঢাকুরিয়া থেকে ছেড়ে যাওয়ার পর হঠাৎই ট্রেনে থাকা কয়েকজন সদস্য তাঁকে ‘জয় শ্রীরাম’ বলার জন্য চাপ দেওয়া শুরু করে। কিন্তু তিনি রাজি না হলে তাঁকে মারধর করা হয়। পরে পার্ক সার্কাস স্টেশনে ট্রেন ঢোকার পর ধাক্কা দিয়ে তাঁকে প্ল্যাটফর্মে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ৷
এরপর স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালে ভর্তি করে৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ওই শিক্ষককে৷ নিজেকে নিত্যযাত্রী বলে দাবি করে শাহরুখ বলেন, ট্রেনে কামরা ভর্তি লোকের সামনে তাঁকে মারধর করা হলেও কেউ কোনও প্রতিবাদ জানায়নি৷ওই মাদ্রাসা শিক্ষকের অভিযোগ, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি তপসিয়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে গেলে সেখানে অভিযোগ নেওয়া হয়নি বলে দাবি করেন।
No comments:
Post a Comment