যাদের জন্মের ব্যবধান মাত্র কয়েক মিনিট। গড়লেন এক বিরাট রেকর্ড ! জন্ম ব্যবধান ছাড়া আর কোনো পার্থক্য নেই তাদের মধ্যে। এই অভিন্নতার ধারাটি পেশাতেও বজায় রেখেছে তারা। তারা দুজনেই স্নাতক পার করেছেন ইন্ডিয়ান মিলিটারি একাডেমি থেকে। এবং গড়লেন এক অবিশ্বাস রেকর্ড গড়লেন তারা।
আলোচিত দুভাইয়ের নাম অনুভব পাঠক ও পারিনাভ পাঠক। তাদের চেহারার সাদৃশ্যের পাশাপাশি ছিল ,তাদের আগ্রহের মিলের সাদৃশ্য। সেই ধারা বজায় রেখেছে তাদের কাজকর্মে। যার ফলেই হয়েছে এই এমন এক রেকর্ড। এই রকম রেকর্ডের কথা কেউ ভাবতেই পরেনি।
No comments:
Post a Comment