Trending

Thursday, 6 June 2019

দৃষ্টিহীন সমর্থককে বড়ো সম্মান দিলেন স্পেনের বিখ্যাত ফুটবল ক্লাবস্পেনের ফুটবল ক্লাব ভ্যালেন্সিয়ার মৃত্যুর আগে পর্যন্ত সমর্থক ছিলেন তিনি। রেটিনার সমস্যায় ৫০ বছর বয়সে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন। কিন্তু সেই ঘটনা ঘটার পরও প্রিয় ক্লাবের খেলা দেখতে আসা থেকে বিরত করতে পারেনি তাঁকে। দৃষ্টিশক্তি হারানোর পরও ১৯৯৪ সাল থেকে মৃত্যু পর্যন্ত প্রতি বছরই নিয়মিত সিজন টিকিট কাটতেন তিনি। তাই ক্লাবের শতবর্ষে, দৃষ্টি হারানো ভ্যালেন্সিয়া অন্তপ্রাণ এই সমর্থককেই এক বিরল সম্মান জানালো স্পেনের ক্লাব ভ্যালেন্সিয়া।দৃষ্টি হারানোর পরও টিকিট কেটে খেলা মাঠে আসা ভ্যালেন্সিয়ার ওই সমর্থকের নাম ভিসেন্টে অ্যাপারিকো।
 এ বছর ভ্যালেন্সিয়া ক্লাবের শতবর্ষ পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে নিজেদের এই সমর্থককে সম্মান জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষরা। এ জন্য ভ্যালেন্সিয়ার ঘরের মাঠ মেস্তালার গ্যালারির ১৫তম সারির ১৬৪ তম আসনটি তুলে ফেলা হয়েছে। আর সেখানে বসানো হয়েছে‌ ভিসেন্টের মূর্তি। এ ভাবেই নিজেদের সমর্থককে সম্মান জানিয়েছে স্পেনের ওই ক্লাবটি।ভ্যালেন্সিয়ার স্টেডিয়ামের গ্যালারিতে বাবার মূর্তি বসায় আনন্দিত ভিসেন্টের ছেলে। ক্লাবকে নিয়ে বাবার উন্মাদনার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেছেন, ‘‘চোখে দেখতে না পেলেও মাঠে এসে খেলার উন্মাদনা নিত বাবা। আমি বাবাকে শোনাতাম মাঠে কী ঘটছে।’’আর দৃষ্টিশক্তি হারানোর পর ক্লাবকে নিয়ে বাবার স্মরণীয় মুহূর্ত বাছতে গিয়ে ভিসেন্টের ছেলে বলেছেন, ‘‘২০০৪-এ যে বার ক্লাব উয়েফা কাপ ও লা লিগা দ্বিমুকুট জিতেছিল, সে বছর বাবা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল।’’ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলা সমর্থককে এই বিরল সম্মান দেওয়ায় খুশি হয়েছেন ক্লাবের অন্য সমর্থকরাও।

No comments:

Post a Comment