Trending

Saturday, 15 June 2019

খোলামেলা পোশাকে বিদ্যা


সম্প্রতি একটি ভিডিওতে নিজের শরীর নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন বিদ্যা বালান । মূলত একটু স্থুল এই নায়িকা তার স্থূলাকার নিয়ে কথা বলেছিলেন ভিডিওতে।জানান হরমোন সমস্যার কারণে তিনি চাইলেও পাতলা হতে পারেন না। এ নিয়ে তাকে প্রায় সময়ই কটূ কথা শুনতে হয়।

ওই ভিডিও প্রকাশের ১৫ দিনের মাথাতেই বিদ্যাকে দেখা গেল খোলামেলা পোশাকে। ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বন্ধুদের সাথে ছুটি কাটাচ্ছেন তিনি। ওই সময়ের কয়েকটি ছবি তিনি প্রকাশ করেন নিজের ইনস্টগ্রাম আইডিতে যা ইতোমধ্যেই ভাইরাল। ছবিগুলোতে তাঁকে সৈকতের রোদ-জল উপভোগ করতে দেখা যাচ্ছে। গালভরা হাসি, গোলাপি ম্যাক্সি-পরিহিত  বিদ্যাকে বেশ আবেদনময়ী লাগছিল।

No comments:

Post a Comment