Trending

Sunday, 23 June 2019

সন্ত্রাসের প্রতিবাদে গণ-অবস্থান কর্মসূচি প্রদেশ কংগ্রেসের ভোট মিটেছে৷ কিন্তু রাজ্যে হিংসার অন্ত নেই৷ রাজ্যে সন্ত্রাস,নৈরাজ্য বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার দাবিতে এবার রাজ্যজুড়ে গণ অবস্থানে বসছে প্রদেশ কংগ্রেস ।২৪শে জুন অর্থাৎ  সােমবার থেকে শুরু হচ্ছে এই বিক্ষোভ কর্মসূচী ।প্রতিটা জেলায় মাসব্যাপী এই কর্মসূচী নেওয়া হয়েছে বলে বিধানভবন জানিয়েছে।লােকসভা নির্বাচন মিটে গেলেও হিংসা মিটছে না রাজ্যে ।ভােটের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় আক্রান্ত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ।সম্প্রতি বসিরহাট লােকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালিতে বিজেপি তৃণমূল সংঘর্ষে গুলিবিদ্ধ ও নিহত হয়েছেন বিজেপি কর্মী ও তৃণমূল কর্মী ।এরমধ্যেই অগ্নিগর্ভ ভাটপাড়া ।সেখানে বােমা - গুলির লড়াইয়ের দুই নিরীহ ব্যক্তির মৃত্যু হয়েছে ।এই পরিস্থিতির জন্য বিজেপি ও তৃণমূল দু ' দলকেই দায়ী করছে প্রদেশ কংগ্রেস।এই হানাহানি বন্ধের দাবিতে ১৪ তারিখ গাঁধীমূর্তির নীচে সকাল থেকে বিকাল পর্যন্ত অবস্থানে বসেছিলেন সােমেনবাবুরা।পরেরদিন প্রদেশ কর্মসমিতির বৈঠকে ঠিক হয়, রাজ্যের যা পরিস্থিতি তাতে দলকে আরও বেশি করে ময়দানে লড়াই করতে হবে৷ এরপরই জেলায় জেলায় ধর্ণা কর্মসূচী ঘোষণা করেন প্রদেশ সভাপতি সোমেন মিত্র৷

কলকাতায় ডেপুটি কমিশনারের দফতরের বাইরে অবস্থানে বসবে কংগ্রেস ।২৫শে জুন দক্ষিণ ২৪ পরগণায় বারুইপুরের এসডিও অফিসের সামনে , ২৬ তারিখ হাজরা মােড়ে ও ২৭ তারিখ বারাকপুর রেলগেটের সামনে ধর্ণা কর্মসূচী রয়েছে কংগ্রেসেরাবাকি জেলাগুলির ক্ষেত্রে এখনও দিন ঠিক হয়নি বলে বিধানভবনের তরফে জানানাে হয়েছে ।এই ধরণের ভােট পরবর্তি হিংসা আগে কখনো দেখা যায়নি ।এমনকী মানুষের মধ্যের ব্যক্তিগত গন্ডগােলকেও রাজনৈতিক রং লাগানাে হচ্ছে বলে অভিযােগ করেছে কংগ্রেস। 

No comments:

Post a Comment