Trending

Monday, 1 July 2019

বিয়ের পিড়িতে বসছে চাহাল


আবারও বিনোদনপাড়ার সঙ্গে নাম জুড়ল ক্রিকেটের। এবার অবশ্য আর বলিউড নয়, দক্ষিণী অভিনেত্রীর সঙ্গে নাম জুড়লো ভারতীয় ক্রিকেটারের। বিশ্বকাপের মধ্যেই জানা গেল, দক্ষিণী অভিনেত্রী তানিশকা কাপুরকে বিয়ে করতে যাচ্ছেন যুবেন্দ্র চাহাল। বিশ্বকাপ খেলতে এই মুহূর্তে ইংল্যান্ডে অবস্থান করছে ভারতীয় ক্রিকেট দল। দলের সঙ্গে রয়েছেন চাহাল। কিন্তু বিশ্বকাপের মধ্যেই ভারতের এই লেগ স্পিনারকে আলোচনায় নিয়ে এসেছে একটি সংবাদমাধ্যম। তারা দাবি করছে, বিশ্বকাপের পরই বিয়ের পিঁড়িতে বসবেন চাহাল।

চাহাল ও তানিশকার সম্পর্ক নিয়ে অনেকদিন ধরেই কানাঘুষা চলছিল। দক্ষিণের এই নায়িকার সঙ্গে বেশ কয়েকবার দেখাও গেছে চাহালকে। তখন থেকেই গুঞ্জন উঠে খুব দ্রুতই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে এই জুটি। তানিশকার সঙ্গে সম্পর্কের বিষয়টি অবশ্য শুরু থেকেই অস্বীকার করে আসছেন চাহাল। এই তারকা ক্রিকেটারের দাবি, তানিশকার সঙ্গে সম্পর্কটা কেবলই বন্ধুত্বের। বিয়ের গুঞ্জন ওঠায় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি পোস্টও করেন তিনি। 

No comments:

Post a Comment