গত বছর থেকে বাজ পড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে ভারতবর্ষে। তবে একই দিনে বাজ পড়ে 32 জনের মৃত্যুর খবর এ যাবৎ শোনা যায়নি। এমনই ঘটনা ঘটলো বিহারে। এবছরেও যেন বাজ পড়ার ধুম লেগেছে। নিরন্তর বাজ পড়েই চলেছে ।আর তাতে একের পর এক মৃত্যু ঘটছে মানুষের। নিরন্তর বাজ পড়ার ফলে শুধুমাত্র 32 জনের মৃত্যু নয়, আহত হয়েছেন প্রায় শ'খানেক মানুষ। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিহারের জামাইতে 8 জনের মৃত্যু হয়েছে। 7 জন মারা গেছেন ঔরঙ্গাবাদ এ। বাঁকা এ মৃত্যু হয়েছে 5 জনের। ভাগলপুর ও রহতাস এর ছয় জন মারা গেছেন। নালন্দার মৃত্যু হয়েছে দুজনের। এছাড়া গয়া, মুঙ্গের, কাটিহার আরারিয়ায় একজন করে মারা গেছেন।
প্রত্যেক মৃত ব্যক্তির পরিবার পিছু 4 লক্ষ টাকা করে অনুদান ঘোষণা করেছেন বিহার সরকার। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাসে বিহারে বজ্রপাতের ঘটনা ঘটে। তবে গত দু বছরে এই মাত্রা অধিক হারে বৃদ্ধি পেয়েছে। গতবছর পশ্চিমবঙ্গে ও বজ্রপাতের বেশ ভালই দাপট ছিল।
No comments:
Post a comment