আবারো পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পরিবর্তন নিয়ে কেন্দ্রকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চিঠিতে স্পষ্টই উল্লেখ করেছেন যে বাংলার মানুষের আবেগের কথা মনে রাখা উচিত। এই চিঠি কেন্দ্রীয় মন্ত্রী আধিকারিকদের কাছে পৌঁছাবে বৃহস্পতিবার।
চিঠির বিষয়বস্তু কি বা চিঠিতে সঠিকভাবে কি লেখা আছে সেই বিষয়ে এখনো সুস্পষ্টভাবে কিছু জানা না গেলেও, এটা স্পষ্ট যে তিনি চিঠিতে বাঙালির আবেগ এর কথা মাথায় রেখে বাংলায় নামকরণ এর জন্য অনুরোধ জানিয়েছেন কেন্দ্রকে।
বাংলা হরফে নাম দিতে গেলে সংবিধান সংশোধন করা দরকার বলে জানিয়েছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাহলে জরুরী ভিত্তিতে সেই সংবিধান সংশোধন করা উচিত। মুখ্যমন্ত্রী দাবি করেন বিধানসভায় একাধিকবার এই নিয়ে সর্বসম্মতভাবে বিষয়টি বিল পাস করানো হয়েছে।
বুধবার আরো একবার এই বিষয়টি বিধানসভায় ওঠে। সিপিএম-তৃণমূল এবং কংগ্রেস একযোগে বিষয়টিতে সহমত পোষণ করেন। এদিন পার্থ চট্টোপাধ্যায় জানান কেন্দ্র বাংলার আবেগকে গুরুত্ব দিতেই নারাজ।
No comments:
Post a Comment