
এবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মনিপুর। মনিপুরের উরখুল এলাকায় প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল 4.2। ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে ।তবে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় সংবাদ সূত্রে খবর সন্ধ্যে 8:39 নাগাদ মনিপুরের উখ্রুল এলাকায় ভূমি কম্পন অনুভূত হয়। তবে তারও আগে সন্ধ্যে 7. 47 মিনিটে মনিপুরের সাতরা এলাকায় প্রথম ভূমিকম্পন অনুভব করা যায়। তবে সেখানেও ক্ষয়ক্ষতির কোন খবর নেই।
গত 20 শে জুন এরকম ভাবেই মহারাষ্ট্রে ভূমিকম্পের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে সেখানেও ক্ষয়ক্ষতি ছিল না বললেই চলে। 12 ই জুন উত্তর গুজরাটের আম্বাজি এবং পালানপুর ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল 2.3। ফেব্রুয়ারিতে মহারাষ্ট্রের বারবার ভূমিকম্প হয় এর জেরে আতঙ্কিত হয়ে পড়েন কোটা রাজ্যবাসী।
No comments:
Post a Comment