বিগত কয়েক মাস ধরে সামান্য কারণে গণপিটুনির ঘটনা ঘটছে চারদিকে। এবার বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ গণপিটুনির ঘটনায় হত্যার বিরুদ্ধে মুখ খুললেন।
মুম্বাইয়ের ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত অতিথি ছিলেন। এদিন গণপিটুনির ঘটনায় মৃত্যু পরিবারদের উদ্দেশ্যে তিনি জানান আমি এই পরিবারগুলি পাশে থাকতে পেরে অত্যন্ত গর্বিত। আমি তাদের সমবেদনা জানাই এবং তাদের সাহসকে কুর্নিশ জানাই।তারা যা সহ্য করেছেন আমরা তার এক শতাংশ ও সহ্য করতে পারিনি।
এর আগেও উত্তরপ্রদেশে গণ সংঘর্ষের ঘটনা নিয়ে মুখ খোলায় তিনি সমালোচনার শিকার হয়েছিলেন। তিনি বলেছিলেন একজন পুলিশের মৃত্যু হলে কেমন ভাবে গুরুত্ব দেয়া হয় না ।কিন্তু একটি গরুর মৃত্যু হলে সেটি নিয়ে মাতামাতি করা হয়। তার এই মন্তব্য ঘিরে নিন্দার ঝড় উঠেছিল। অনেকে তাকে পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দিয়েছিল। আবার অনেকে তাকে বিশ্বাসঘাতক বলতেও দ্বিধা করেনি।
No comments:
Post a comment