Trending

Tuesday, 9 July 2019

নিম্নমুখী শেয়ার বাজারবাজেট ঘোষণা হওয়ার পর থেকেই শেয়ার বাজারে ধ্বস নামতে শুরু করে। শুক্রবার সকালে বাজেট পেশের দিন শেয়ার বাজার ঊর্ধ্বমুখী হলেও পরে তা নেমে আসে। এদিকে সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই সেন্সেক্স পড়ে যায় গতদিনের তুলনায় 400 পয়েন্টে। আবার সাড়ে এগারোটার মধ্যে সেন্সেক্স নেমে আসে 600 পয়েন্টে। কয়েক ঘণ্টার মধ্যে নামতে নামতে সেন্সেক্স এসে দাঁড়ায় 900 পয়েন্টে। এমন নিম্নমুখী শেয়ার মার্কেট গত নয় মাসে এই প্রথম।

সেন্সেক্স 908 পয়েন্টে নামতে নামতে হঠাৎ পৌঁছে গিয়েছিল 38,605 পয়েন্টে। দিনের শেষে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া গেলেও অন্যান্য দিনের তুলনায় 793 পয়েন্ট নিচে অবস্থান করছে সেন্সেক্স। 38721।

নিফটি অন্যান্য দিনের তুলনায় 253 পয়েন্ট নেমে -এ অবস্থান করছে 11559 পয়েন্টে। এদিন একবার 288 পয়েন্টে নেমে গিয়েছিল নিফটি।

এদিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পাঁচ বছরে 5 লক্ষ কোটি টাকার অর্থনীতি ঘোষণা করলেও তিনি বিনিয়োগ এর কোনও সঠিক দিশা দেখাতে পারেননি। বিশেষজ্ঞমহল আপাতত এটাই মনে পড়ছে।

2018-19 অর্থ বর্ষে রাজস্ব ঘাটতি প্রায় এক লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। সে ক্ষেত্রে লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে মোদি সরকার কতটা জিডিপি  ছুতে পারবেন সে নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

No comments:

Post a Comment