গত মে মাসে ফেসবুকের বার্ষিক ডেভেলপার সম্মেলনে মেসেঞ্জারের ভবিষ্যত্ নিয়ে আলোচনা করেন মার্ক জুকারবার্গ।সেখানে মেসেঞ্জারের সম্ভাব্য বদলগুলির ব্যাপারে জানান তিনি।মেসেঞ্জারের জনপ্রিয়তা বৃদ্ধি করতে এবং যোগাযোগের সুবিধা বাড়াতে নতুন ফিচার আনছে ফেসবুক। চলতি বছর একাধিক সম্মেলনে এই নতুন ফিচারগুলির কথা জানিয়েছে সংস্থা। মেসেঞ্জারকে শুধুমাত্র মেসেজিং ও কলিং অ্যাপের গন্ডিতে বেঁধে রাখতে চাইছে না ফেসবুক। ২০২০-এর মধ্যেই আরও উন্নত মেসেঞ্জার অ্যাপ আনতে চাইছে ফেসবুক।
চলুন দেখেনি কোন পাঁচটি ফিচার নতুন আসতে চলেছে মেসেঞ্জারের
*মেসেঞ্জার অ্যাপের গতি আরও বাড়ানোর উদ্দেশে আনা হচ্ছে বেশ কিছু ডিজাইন ও ইউআই-গত পরিবর্তন।
*মেসেঞ্জারে আসছে নতুন ক্লোজ-ফ্রেন্ডস গ্রুপ।এটির মাধ্যমে পছন্দের ও কাছের বন্ধুদের নিয়ে বানিয়ে ফেলা যাবে গ্রুপ।
* গ্রুপে পছন্দের বন্ধুদের সঙ্গেই দেখা যাবে ভিডিয়ো।
*মোবাইলের মতোই ডেক্সটপের জন্য অ্যাপ আনতে চলেছে মেসেঞ্জার।
*অধিক উন্নত চ্যাট বটের সুবিধা।
No comments:
Post a Comment