মাছ ধরতে গিয়ে বাংলাদেশের কাছে ডুবে গেল চারটি ট্রলার। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী নিখোঁজ 27 জন ভারতীয় মৎস্যজীবী। বাংলাদেশের হাড়িভাঙ্গা চরের কাছে রবিবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ।এ ঘটনাকে ঘিরে কাকদ্বীপে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। নিখোঁজদের তল্লাশিতে নেমেছে উপকূল রক্ষী বাহিনী।
জানা গেছে যে প্রতিকূল আবহাওয়ার খবর পেয়ে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর এর তরফ থেকে। কিন্তু সেই নিষেধাজ্ঞা না মেনেই গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল ট্রলার গুলি। এগুলির মধ্যে চারটি ট্রলার রবিবার হাড়িভাঙ্গা চরের কাছে ডুবে যায়।
ট্রলার গুলিতে মোট 61 জন মৎসজীবি ছিলেন তাদের মধ্যে উপকূল বাহিনীর তৎপরতায় 34 জনকে উদ্ধার করা গেছে। বাকি 27 জন এখনো নিখোঁজ। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে, তবে তাদের বেঁচে থাকার আশা খুবই ক্ষীন।
কাকদ্বীপের এক মৎস্যজীবী সংগঠনের নেতা বিজন মাইতি জানান খারাপ আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল। কিন্তু অর্থের প্রয়োজনে তারা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে গভীর সমুদ্র চলে যান। সমুদ্র ঝড়ের কবলে পড়ে চারটি ট্রলার ডুবে যায়।
No comments:
Post a Comment