বাঙালি পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা হলো দীঘা। দুদিনের ছুটিতে বাঙালি পর্যটকরা সবথেকে বেশি পছন্দ করে দীঘা বেরিয়ে আসতে। কিন্তু দীঘা সমুদ্র অনেক জায়গাতেই বিপদজনক।সে কারণে প্রত্যেক বছর কয়েক হাজার পর্যটক বিপদের সম্মুখীন হন। আর এই পর্যটকদের নিজেদের প্রাণের তোয়াক্কা না করে বাঁচান নুলিয়ারা।
নুলিয়ারা না থাকলে দীঘায় পর্যটকদের মৃত্যুর হার কয়েকগুণ বেড়ে যেত।তাই এবার সাহসিকতার জন্য চার নুলিয়াকে পুরস্কার দিলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার ভি সালমান নেশা কুমার।
এই চারজন নুলিয়া হলেন গৌতম প্রধান , নিরঞ্জন শিট, তখন জানা ,সুব্রত দুয়ারী। এদের প্রত্যেকের হাতে সাহসিকতার পুরস্কার স্বরূপ আড়াই হাজার টাকা করে তুলে দেওয়া হয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে নিজেদের জীবন বিপন্ন করে পর্যটকদের বাঁচানোর জন্য সাহসিকতার পুরস্কার স্বরূপ এদের এই পুরস্কার প্রদান করা হয়েছে। যাতে এরা এদের কাজে আরো বেশি উৎসাহিত হয়।
No comments:
Post a Comment