Trending

Friday, 26 July 2019

রেলের ইঞ্জিন বিকল হলো তরুনীর দেহাংশ জড়িয়ে


হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস এর ইঞ্জিন বিকল হয়ে গেল এক তরুনীর দেহাংশ জড়িয়ে। কালনা বাধাগাছি স্টেশনের সামনে এক তরুণী হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস এর সামনে ঝাঁপ দেয় । ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, এবং তার দেহাংশ জড়িয়ে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

জানা যায় প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে আটকে থাকে ট্রেনটি। যাত্রীরা চূড়ান্ত সমস্যায় পড়েন। এরপর পুলিশ পৌঁছে ওই তরুনীর দেহ ইঞ্জিনের ভেতর থেকে বের করে ।কিন্তু তখনও ব্রেক পাইপের ভিতর তরুণীর কিছু দেহাংশ আটকে ছিল। তাই ইঞ্জিন বিকল হয়ে পড়ে। অনেকক্ষণ চেষ্টার পর ইঞ্জিন আবার চালু হয়।

ট্রেনের সামনে আত্মহত্যা এই প্রথম নয়। তবে আত্মহত্যার জেরে ট্রেনের ইঞ্জিনের এমন ব্যাপক ক্ষতি এর আগে কখনো ঘটেনি। কি কারণে ওই তরুনীর আত্মহত্যা করল এবং সকলের নজর এড়িয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিল এই বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ।

No comments:

Post a Comment