Trending

Monday, 1 July 2019

খুঁটি পুজো হয়ে গেল দমদম পার্কে

সাধারণত রথযাত্রার দিন খুঁটি পুজো হয়। তবে দমদম পার্কে এই রবিবারই বৃক্ষরোপণ উৎসব এবং খুঁটি পুজোর আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু এবং বিধান নগর ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়। এছাড়া ছিলেন ক্লাবের কর্মকর্তা বৃন্দ এবং এলাকার অধিবাসীরা।

প্রখ্যাত শিল্পী সনাতন দিন্দা ও অনির্বাণ দাস এর চিন্তা ধারায় এবার দমদম পার্ক তরুণ দল এর পূজামণ্ডপ সেজে উঠছে। এবছরের থিম "আমি দেখি চাঁদের আলো তুমি দেখো কলঙ্ক"। এই থিমটি তৈরি হচ্ছে বৃহন্নলাদের নিয়ে।

ক্লাব কর্তাদের আশা অন্যান্য বছরের মতো এ বছরও দর্শকদের ভীড় উপচে পড়বে দমদম পার্ক তরুণ দল পূজামণ্ডপে। যেহেতু এবারের থিম এ অভিনবত্ব আছে, তাই এ বছর পুজোর ভিড়টা একটু বেশীই আশা করছেন ক্লাব কর্মকর্তারা। এখন তাদের আশা কতটা বাস্তবে রূপায়িত হয় সেটা দেখার জন্য পুজো অব্দি আমাদের অপেক্ষা করতে হবে। 

No comments:

Post a Comment