সিবিআই এর অতিরিক্ত অধিকর্তা নাগেশ্বর রাও কে বদলি করা হলো দমকল অসামরিক প্রতিরক্ষা ডিজি পদে।যদিও বিজেপি আলোক ভার্মা এবং রাকেশ আস্থানা বিরোধীর মধ্যে ভরসা করেছিল নাগেশ্বর রাও কে। এই নাগেশ্বর রাও অনেক অফিসারদের বদলি করে বিতর্কে মুখে পড়েছিলেন। সারদা ,রোজভ্যালি এবং বিভিন্ন চিটফান্ড মামলার তদন্তে তিনি গুরুত্বপূর্ণ পদে মুখ্য আধিকারিক ছিলেন।
তার ওপরে ছিল মোজাফফরপুর হোম কাণ্ডে তদন্তের ভার। যদিও তদন্তে দেরি হওয়ায় সুপ্রিম কোর্ট এর কাছে ভর্ৎসনার শিকার হন তিনি।
নাগেশ্বর রাও 1986 সালের ওড়িশা ব্যাচের ক্যাডেট ছিলেন। তিনি ভারতে প্রথম আইপিএস অফিসার যাকে সিবিআই এর অতিরিক্ত অধিকর্তা পদ দেওয়া হয়েছিল। তারপর হঠাৎই তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে বসিয়ে দেয়া হয়। আর তার পরে তার এমন বদলি রাজনৈতিক বিশেষজ্ঞদের মনে বিভিন্ন জল্পনা সৃষ্টি করছে।
No comments:
Post a Comment