Trending

Wednesday, 24 July 2019

একটি শিশুর বাবা তিন জনযখন সদ্যোজাত শিশু কন্যা কে প্লাস্টিকে মুড়ে নর্দমার ধারে বা ডাস্টবিনে  ফেলে দেওয়ার ঘটনা ঘটছে চারদিকে ,সেই সময় সম্পূর্ণ উল্টো পুরাণ দেখা গেল বাঘাযতীন এর একটি বেসরকারি হাসপাতালে। এক সদ্যজাত শিশু কন্যার বাবা হওয়ার দাবি করছেন তিনজন পুরুষ। তবে শিশুটির আসল বাবা কে সেই নিয়ে শিশুটির মা মুখ খুলতে চাননি।

ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। যতদূর জানা গেছে তাতে ঘটনা হলো এই-উত্তরপাড়ার বাসিন্দা স্বপ্না মৈত্রকে রবীন্দ্রপল্লী বাসিন্দা দীপঙ্কর পাল নিজের স্ত্রী পরিচয় দিয়ে বাঘাযতীন এর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখানেই রবিবার একটি কন্যা সন্তানের জন্ম দেন স্বপ্না। এরপরই শুরু হয় যত সমস্যা ।সপ্নার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস আপডেট করার পরই উদয় হয় শিশুর বাকি বাবারা। নিউ টাউন এর বাসিন্দা হর্স ক্ষেত্রী নামক এক ভদ্রলোক হাসপাতালে আসেন এবং তিনি দাবি করেন স্ত্রী ও মেয়ে তার ।নিজের দাবী প্রমাণ করার জন্য তিনি ম্যারেজ সার্টিফিকেট এবং অনেক গুরুত্বপূর্ণ নথি ও হাসপাতাল এ দাখিল করেন। শিশু তৃতীয় বাবা সম্পর্কে বিশদে এখনো জানা যায়নি।

No comments:

Post a Comment