Trending

Friday, 5 July 2019

চলতি গাড়িতে সাপ



অনেকের মনে সাপকে নিয়ে যেমন ভয় রয়েছে, তেমনই আগ্রহেরও কিন্তু শেষ নেই৷ অনেকের কাছে তা আবার পোষ্যও! ভাবতে অবাক লাগলেও এমন ভিডিও আমরা হামেশাই দেখেছি সোশ্যাল মিডিয়ায়৷ যেখান ছোট ছোট শিশুরা অনায়াসেই বন্ধুত্ব পাতিয়ে ফেলছে সাপের সঙ্গে৷ ভয়ের লেশমাত্রও নেই৷ আর সাপ বাবাজিও এমন বন্ধুত্ব হাতছাড়া করছে না, এ ছবিও বার বার দেখা গিয়েছে৷ কিন্তু একবার ভাবুন তো, এই সাপ যদি অযাচিত অতিথি হয়ে হানা দেয়, তাহলে কী কাণ্ডটাই না বাধবে৷ আর এমনটাই ঘটল কানশাস শহরে৷ যার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷

সেখানে দেখা যাচ্ছে, একটি চলন্ত গাড়ির সামনে কাচের ওপর হঠাৎই হিলহিল করে নিজের ছন্দে এগিয়ে আসছে একটি বিশালাকার সাপ৷ যা দেখে অনেকে ভয় পেলেও, গাড়িতে যারাছিলেন তারা যে খুব একটা ভয় পাননি, উল্টে বেশ মজা নিচ্ছেন সমগ্র বিষয়টির তেমনই মনে হচ্ছে৷ আর সেই সাপ গাড়ির সামনের কাচের ওপর এদিক থেকে ওদিক করছে৷



কানশাসের মতোই, এপ্রিলে অস্ট্রেলিয়ায় এই ধরণের একটি ভিডিও ভাইরাল হয়৷ যেখানে একই কায়দায় একটি সাপ গাড়ির সামনের কাচের ওপর এদিক-ওদিক করতে থাকে৷ তবে এক্ষেত্রে অবশ্য গাড়ির মধ্যে যারা ছিলেন তারা খুব একটা মজা যে পাননি, তা তাদের চিৎকার থেকেই একপ্রকার স্পষ্ট হয়ে যায়।

No comments:

Post a Comment