Trending

Monday, 15 July 2019

সেফটি ট্যাংকে বাস করত গোখরো সাপ
তামিলনাড়ুতে এক অভিনব ঘটনা ঘটেছে। তামিলনাড়ু কোয়েম্বাটুর এ নাঞ্জুন্দাপুরাম এর একটি বাড়ির সেফটি  ট্যাংক খুলতেই ফণা তুলে বেরিয়ে আসে ছ ফুটের একটি গোখরো সাপ। তবে জানা গেছে এইসেফটি ট্যাংকটি পরিত্যক্ত ছিল বহুদিন ধরে।

ক্রমাগত বনাঞ্চল কাটার ফলে বন্যপ্রাণীদের থাকার জায়গাও ক্রমশ কমে আসছে। বনে থাকার জায়গা না পেয়ে বন্যপ্রাণী গুলি বারবার লোকালয়ে চলে আসছে ।সেই কারণে রাস্তার মাঝখানে বাঘ ,হাতি ইত্যাদি দেখা পাওয়া যাচ্ছে ।এমনকি যেখানে সেখানে বিষাক্ত সাপের আনাগোনা বেড়েছে। যা রীতিমতো আতঙ্কের।


তামিলনাড়ুর এই পরিত্যক্ত সেফটি  ট্যাংক থেকে ছয় ফুটের গোখরো সাপ উদ্ধার হওয়ায় এলাকায় শোরগোল পড়ে যায়। স্থানীয় এক সাপুড়ে কে ডেকে অনেক চেষ্টার পর কয়েক ঘন্টা পরে গোখরো সাপ টিকে উদ্ধার করা সম্ভব হয়। সাপুড়ে নিজের লাঠি দিয়ে বিভিন্ন কায়দায় সাপটিকে বাগে আনতে সক্ষম হন। উদ্ধার করার পর সাপটিকে দেখতে প্রচুর ভিড় হয় এবং মুহুর্তের মধ্যে খবরটি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। জানা গেছে সাপটিকে উদ্ধার করার পর গভীর জঙ্গলে ছেড়ে আসা হয়েছে।

No comments:

Post a Comment