Trending

Monday, 26 August 2019

চাঁদের ছবি পাঠাল চন্দ্রযান -2চন্দ্রায়ন টু মহাকাশযানটি 20 আগস্ট  চাঁদের কক্ষে ঢুকে পড়েছে। চাঁদের কক্ষপথ ধরে ঘুরতে ঘুরতে এসে চাঁদের সঙ্গে নিজের দূরত্ব কমাচ্ছে। আগামী 7 সেপ্টেম্বর তার চাঁদের মাটিতে পৌঁছানোর কথা ।তবে তার আগেই আশ্চর্যজনকভাবে ভেলকি দেখাতে শুরু করেছে চন্দ্রায়ন 2 এর ক্যামেরা। 20 এ অগাস্ট চাঁদের কক্ষে প্রবেশ করার পর 21 শে আগস্ট সে প্রথম চাঁদের ছবি তোলে ।এবার সেই ছবি প্রকাশ্যে এলো।

ছবিটি তোলার সময় চন্দ্রায়ন টু চাঁদের পৃষ্ঠে থেকে 2, 650 কিলোমিটার দূরে ছিল। সে দূরত্ব থেকে যে ছবি তোলা হয়েছে সেটি যথেষ্ট পরিষ্কার।

ধূসর রঙের চাঁদের গায়ে স্পষ্ট হয়ে ফুটে রয়েছে অতিকায় গর্ত গুলি। অ্যাপেলো ক্রেটার টি ও একদম পরিষ্কার।

চন্দ্রায়ন টু থেকে তোলা চাঁদে প্রথম ছবি প্রকাশ করল ইসরো। এখন সেটা যে কেউ দেখতে পাবে। ইতিমধ্যে অনেকে ইসরোর ওয়েবসাইটে ঢুকে চাঁদের এই বিরল ছবি প্রত্যক্ষ করেছেন। চন্দ্রায়ন 2 চাঁদ এর যত কাছে পৌঁছাবে তথ্য আরও স্পষ্ট এবং বিরল ছবি সামনে আসবে। স্কুলপড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকে চাঁদের আশ্চর্য এবং বিরল দৃশ্য দেখতে পাবেন। 

No comments:

Post a Comment