স্বাধীনতা দিবসের দিন সকলে নিজের নিজের মতন করে দিনটিকে উদযাপন করেন। কিন্তু যে সমস্ত মানুষেরা কারণে বা অকারণে দীর্ঘদিন জেলে বন্দী আছে তাদের কাছে স্বাধীনতা দিবস আলাদা কোনো অর্থ রাখে না। তবে এবছর পরিস্থিতি কিছুটা অন্যরকম।
আগ্রার ব্যবসায়ীরা রাজেশ শেহগাল আগ্রা জেলে বন্দি 21 জন জেলে বন্দীর জন্য তাদের জরিমানা বাবদ 1, 73 হাজার টাকা দান করেছেন। অপরাধ করলে শাস্তি পেতেই হবে ।তবে তার সঙ্গে জরিমানার অর্থ না দিতে পারলে খাটতে হয় আরো বেশ কয়েক বছর জেল। ব্যবসায়ীরা রাজেশ শেহ গাল এর সৌজন্যে এবছর আগ্রার 21 জন জেলবন্দি স্বাধীনতার দিন মুক্তির সূর্য দেখতে পেল।
জানা যায় ওই 21 জন জেলবন্দির প্রত্যেকেরই শাস্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কিন্তু আদালত থেকে দেওয়া হুকুম অনুযায়ী তারা জরিমানার অর্থ জমা দিতে পারেনি। সেই কারণে তাদের অতিরিক্ত সময় জেল খাটতে হচ্ছিল। ব্যবসায়ী রাজেশ বাবুর দৌলতে তারা তাদের বন্দিদশা থেকে মুক্তি পেল।
আগ্রা জেলার সুপারিনটেনডেন্ট শশী কান্ত মিশ্র বলেন আমরা রাজেশ বাবুর কাছে কৃতজ্ঞ ।ওনার জন্যই এই জেলবন্দি রা স্বাধীনতার দিন নিজের পরিবার পরিজনদের সঙ্গে স্বাধীনভাবে কাটাবার সুযোগ পেল
No comments:
Post a Comment