সারাদিনের হাজারো ব্যস্ততার মধ্যে অনেকটা সময় তিনি ব্যস্ত থাকেন শরীরচর্চার কাজে। আর সেই শরীর চর্চার মধ্যে অনেকটাই হাটা।ঘরে এবং বাইরে এমনকি বিদেশেও হাঁটতে তিনি অত্যন্ত সাবলীল।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ব্যাডমিন্টন খেলার ভিডিও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।সেখানে বলা হয়েছে 63 বছর বয়সে ও দিদি খেলছেন।ভিডিওটিতে বলা হয়েছে দেশের আমজনতা এবং নেতা-মন্ত্রীদের ফিটনেস থাকার পরামর্শ শুধু তিনি মুখে ই দেন না তিনি নিজেও সেটা পালন করেন।
রোজ অন্তত 12 থেকে 14 কিলোমিটার হাটেন তিনি।কখনো ট্রেডমিলে, কখনো ঘরে কাজের ফাঁকে,এমনকি বিধানসভায় গেলেও তিনি বাগানে হেঁটে বেড়ান।জেলায় অথবা বিদেশের কর্মসূচিতে তার হাঁটার কর্মসূচি বাধা।এমনকি তিনি দার্জিলিঙে পাহাড়ি রাস্তা জঙ্গলের পথে হাঁটতে ও সমানভাবে সাবলীল।
জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটারে লিখেছিলেন খেলাধুলার সাথে বাংলা আত্মিক যোগ আছে।তাই রাজ্য সরকার খেলাধুলার পরিকাঠামো তৈরি করার জন্য স্কুল কলেজ ক্লাব এবং বিভিন্ন ক্রীড়া সংস্থাগুলোকে আর্থিক সাহায্য করে।
No comments:
Post a comment