ঈদের আনন্দের মধ্যেই নেমে এলো বিষাদ। উত্তর 24 পরগনার কামারহাটির ধবিয়া বাগান এলাকায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।
পেশায় বাস চালক সাজিদ হোসেন নিজের স্ত্রীর গলায় ছুরি বসিয়ে দেন। এরপর নিজের হাতের কব্জির শিরা কেটে আত্মহত্যা করার চেষ্টা করেন।
অনেকক্ষণ ঘরে রয়েছে দেখে সাজিদের মা দরজায় ধাক্কা দেন। কিন্তু ছেলে বা বৌমা কারো কোন সাড়া না পেয়ে তার চিৎকারে প্রতিবেশীরা জড়ো হন। অবশেষে সবাই মিলে দরজা ভেঙে দেখেন, রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে সাজিদের স্ত্রী রেহানা পারভীন এবং সাজিদ আত্মহত্যা করার চেষ্টা করেছে।
আশঙ্কাজনক অবস্থায় রেহানাকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে সাজিদকে রিকশায় তোলা হলে সাজিদ হাসপাতালের সামনে রিক্সা থেকে নেমে একটি পুকুরে ঝাঁপ মারে। বেলঘড়িয়া থানার পুলিশ অনেকক্ষণ খোঁজাখুজি করার পর সাজিদের মৃতদেহ খুঁজে পায়।
জানা গিয়েছে বাস চালক সাজিদের সঙ্গে তিন বছর আগে বিয়ে হয়েছিল কাশি পুরের রেহানা পারভীনের। তাদের দু বছরের একটি সন্তানও রয়েছে। কিন্তু হঠাৎ করে কেন এমন ঘটনা ঘটালো সাজিদ তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
No comments:
Post a comment