গত 12 ই আগস্ট মুক্তি পায় আলিয়া ভাটের আইটেম নাম্বার "প্রাডা"। পাকিস্তানের এক অভিনেত্রীর অভিযোগ এই গানটির সুর পাকিস্তান থেকে চুরি করা হয়েছে।এর আগেও মেহ্বিশ হায়াত নামে ওই অভিনেত্রী বলিউডের বিরুদ্ধে পাকিস্তানকে ছোট করা নিয়ে অনেক কথা বলেছিলেন। এবার তিনি টুইটে জানালেন বলিউড কথায় কথায় পাকিস্তানকে ছোট করে ।অথচ সেই বলিউড পাকিস্তানের গান থেকে সুর চুরি করছে ।এক্ষেত্রে কপিরাইটের নীতি লঙ্ঘন করা হয়েছে।90 দশকে প্রকাশিত পাকিস্তানি ব্যান্ড দল "ভাইটাল সাইন্স" "গোরে রং কা জামানা"গানের সুর নকল করা হয়েছে আলিয়া ভাটের "প্রাডা" গানটিতে।
"ভাইটাল সাইন্স ভলিউম ওয়ান" এ গানটি প্রকাশ করা হয়েছিল ।গানটি লিখেছিলেন সৈয়দ মনসুর ।তবে গান দুটির মধ্যে বিশেষ কোনো মিল খুঁজে পাননি অনেকেই।ইতিমধ্যেই প্রাডা 21 মিলিয়নের বেশি ভিউয়ার্স পেয়েছে ইউটিউবে। দুই সদস্যের ব্যান্ড দূরবীন এর সুরকার গানটির সুর করেছেন। এর আগে তাদের "ল্যাম্বারগিনি" গানটিতে নেচেছিলেন আলিয়া ভাট। সে গানটিও বেশ জনপ্রিয় হয়েছিল
সবেমাত্র মিউজিক ভিডিওতে ডেবিউ করেছেন আলিয়া ভাট "দি প্রাডা সং" গানটির মাধ্যমে। তার মধ্যে এমন অভিযোগ।
No comments:
Post a Comment