শুক্রবার দুপুরে সল্টলেকে সিজিও কম্প্লেক্স এ সি বি আই এর দপ্তরে এসেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সাড়ে তিন ঘণ্টা তিনি ভিতরে থাকেন। বাইরে বেরিয়ে আসলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি রীতিমতো মেজাজ হারিয়ে ফেলেন।
দুপুর দুটো পনেরো নাগাদ তিনি সিবিআইয়ের সিজিও কম্প্লেক্সে আসেন এবং বিকেল 5 টা 50 মিনিট নাগাদ তিনি বাইরে বেরোন। ভিতরে এত সময় কেন লাগলো এই প্রশ্নের উত্তরে তিনি বলেন-সব সময় তোমাদের বড় বড় প্রশ্ন।
পার্থ চট্টোপাধ্যায় তার আগেই জানিয়েছিলেন যে তাঁকে ব্যক্তিগতভাবে ডাকা হয়নি। সংগঠনের ব্যাপারে তিনি কথা বলতে এসেছিলেন। সিবিআই সূত্রে খবর জাগো বাংলা পত্রিকা সম্পর্কে কথা বলার জন্যই তাকে ডাকা হয়েছিল। সারদাকাণ্ডের চিটফান্ডের টাকা জাগো বাংলার একাউন্টে জমা পড়েছিল। সেই বিষয়ে আলোচনা করার জন্য তাকে ডাকা হয়েছিল।
তৃণমূলের রাজ্যসভার সংসদ ডেরেক ও ব্রায়েন কেও সিবিআই একই কারণে ডেকে পাঠিয়ে ছিল। জাগো বাংলার একাউন্টে সারদার টাকা ঢুকেছে এই নিয়ে তাকে জেরা করা হয়েছে। 9 আগস্ট সল্টলেকের সিজিও কম্প্লেক্স এ হাজিরা দেন ডেরেক।
No comments:
Post a Comment