ফেলে দেওয়া বর্জ্য প্লাস্টিক দিয়ে তৈরি করে ফেলেছেন আস্ত একটি বাড়ি। হায়দ্রাবাদের শিল্পোদ্যোগী দম্পতি প্রশান্ত লিঙ্গ এবং তার স্ত্রী ও অরুনা বাড়ির নকশা তৈরি করা, বাঁশ দিয়ে আসবাবপত্র তৈরি করায় বেশ পটু। 2017 সালে একটি ভিডিওতে চিকিৎসকদের ষাঁড়েরর পেট থেকে অপারেশন করে প্লাস্টিক বের করতে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। এরপরই তারা প্লাস্টিক নিয়ে গবেষণা করা আরম্ভ করেন। দেশে পরিকাঠামোগত চাহিদা অনেক বেড়ে গেছে। তাই বর্জ্য পদার্থ প্লাস্টিককে ব্যবহার করে বাড়ি বানাবার কথা তাদের মাথায় আসে।তারপরেই 7 টন বর্জ্য প্লাস্টিক ব্যবহার করে 800 বর্গফুটের একটি বাড়ি বানিয়ে ফেললেন উপলে ।
দুধের প্যাকেট দিয়ে আসবাব, শৌচাগার ,বেঞ্চ এমনকি বাসের যাত্রীদের বসার জায়গাও তৈরি করেছেন। এর আগে প্লাস্টিক দিয়ে সিলসিলায়ে 55 টি এবং সিদ্ধা কোটি 45 টি পরিবেশবান্ধব ছাউনি তৈরি করেছেন এই দম্পতি । ফুটপাতে হকার দের বসার জন্য কিছু স্থান তারা তৈরি করেছেন ।তারা জানিয়েছেন বেশকিছু স্কুল তাদের বর্জ্য প্লাস্টিক দিয়ে তৈরি বেঞ্চ ব্যবহার করছে। এছাড়া মগ বালতি যে ধরনের শক্ত প্লাস্টিক দিয়ে তৈরি হয় সেই প্লাস্টিক ব্যবহার করে তারা টাইলস বানিয়েছেন। হায়দ্রাবাদ পুরসভা তাদের এই অভিনব কাজে প্রচুর সহযোগিতা করছেন বলেও তারা জানিয়েছেন।
No comments:
Post a Comment