Trending

Tuesday, 27 August 2019

পাঁচতারা হোটেলের খাবারে কিলবিল করছে পোকা।ভিডিও প্রকাশ্যে আনলেন মীরা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়ার কাজিন সিস্টার মিরা চোপড়ার একটি ভিডিও রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কাজের জন্য সম্প্রতি তিনি গুজরাটের আমেদাবাদে রয়েছেন। সেখানে একটি পাঁচতারা হোটেলে উঠেছেন তিনি। সেখানকার ব্রেকফাস্ট প্লেটের একটি ভিডিও প্রকাশ করেন তিনি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। ভিডিওতে দেখা যায় ব্রেকফাস্ট প্লেটে কিলবিল করছে পোকা।

মিরা জানান এখানে আসার পর থেকে আমার শরীর খারাপ লাগছিল। কিন্তু কেন অসুস্থ বোধ করছি তার কারণ বুঝতে পারছিলাম না। সকালের ব্রেকফাস্টে হ্যাস ব্রেড অমলেট এবং টমেটোর ভেতর  পোকা কিলবিল করা দেখে আমার শরীর খারাপের কারণটা স্পষ্ট হলো।

একটি পাঁচতারা হোটেলে খাবারে কি করে মাছির লার্ভা ঘুরে বেড়াতে পারে এই নিয়ে হৈচৈ পড়ে যায়। তিনি ওই খাবারের প্লেট এর একটি ছবি এবং ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।তিনি আরো জানান ওই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় সেদিকে নজর দেওয়া দরকার। আর এই একই ঘটনা যেন অন্য কারো সঙ্গে না ঘটে। 

No comments:

Post a Comment