Trending

Thursday, 8 August 2019

মাধ্যমিকে মেধাতালিকায় পরিবর্তনকয়েক মাস আগে প্রকাশিত হয়েছে 2019 এর মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবছর মাধ্যমিকে প্রথম দশ জনের মেধাতালিকায় স্থান করে নিয়েছিল 51 জন। কিন্তু অনেক ছাত্র-ছাত্রী পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হওয়ায় স্ক্রুটিনি ও  রিভিউ এর জন্য আবেদন করেছিল। তার ফলাফল প্রকাশিত হয় বুধবার ।আর তার পরেই ঘটে এই আশ্চর্য ঘটনা।

নম্বর বাড়ার পর আরও 13 জন ছাত্রছাত্রী স্থান পেল মেধাতালিকায়। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 10 লক্ষ 64 হাজার 980 জন। পাশের হার ছিল 80. 07 শতাংশ। ফলাফল ঘোষণার পর 1 লক্ষ 60 হাজার 705 জন ছাত্র-ছাত্রী বিষয় ভিত্তিক স্ক্রুটিনি এর জন্য আবেদন করেন। এবং 6 হাজার 913 জন পরীক্ষার্থীর রিভিউ এর জন্য আবেদন করেন।

রিভিউ ও স্কুটনি ফলাফল প্রকাশ পেতেই নতুন মেধা তালিকা প্রকাশ করা হলো‌ সেখানে 1 থেকে 11 পর্যন্ত স্থান করা হয়েছে ‌। আগের 51 জনের সঙ্গে আরও 13 জন নতুন ছাত্র-ছাত্রী যোগ হয় বর্তমানে মেধাতালিকা দাঁড়ালো 64 জন। তৃতীয় স্থানে থাকা ক্যামেলিয়া রায়ের নম্বর বের হয়েছে 690। আগে ছিল 689। তাই সে নিজের তৃতীয় স্থান ধরে রাখতে পারলেও তার সঙ্গে যুগ্মভাবে তৃতীয় হওয়া ছাত্র ছাত্রীরা চতুর্থ স্থানে নেমে গেল। এরকম ভাবেই দশম স্থানে আরো নতুন 5 জন ছাত্রছাত্রী উঠে এসেছে। আবার দশম স্থানে থাকা কিছু ছাত্রছাত্রীর 11 নম্বর স্থানে চলে গেছে।

No comments:

Post a Comment