কাশ্মীরে পরিস্থিতি আপাতত স্বাভাবিক। ঈদে কোন সমস্যা হয়নি। তবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান এখনো বাকি আছে। কেন্দ্রের বক্তব্য অনুযায়ী যদি স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ভালোভাবে মিটে যায় তাহলে কাশ্মীরে জেলা ভিত্তিক কারফিউ প্রত্যাহার করে নেওয়া হতে পারে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে কারফিউ প্রত্যাহারের দাবিতে মামলা করা হয়েছে। তবে বিচারপতি অরুণ মিত্রের তিন সদস্যের বেঞ্চ এখনই সরকারের ওপর কোনো আদেশ জারি করতে রাজি নয়। দু সপ্তাহ পর মামলাটি পরবর্তী শুনানি হবে।
সরকার চাইছে এই মাসের মধ্যেই কাশ্মীরের স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক। কারণ কাশ্মীরে প্রথম আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে 12 থেকে 14 ই অক্টোবর এর মধ্যে।
তাই কেন্দ্র চাইছে দ্রুত কারফিউ তুলেন কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করতে। শ্রীনগর থেকে পাওয়া খবর অনুযায়ী কাশ্মীরের বিভিন্ন প্রান্তে জোরকদমে প্রস্তুতি চলছে 15 ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের। শোনা যাচ্ছে 15 ই আগস্ট কাশ্মীরের লালচকে পতাকা উত্তোলন করবেন অমিত শাহ। তবে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে এখনো পর্যন্ত তেমন কোনো পরিকল্পনা নেই। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন।
No comments:
Post a Comment