মা ফ্লাইওভার থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় একটি বাইক। বাইকের পিছনে বসে থাকা আরোহী ঘটনাস্থলেই মারা যান। বাইক চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
বেহালা পর্ণশ্রীর বাসিন্দা 46 বছরের উত্তম ঘোষাল মা ফ্লাইওভার ধরে বাইক চালিয়ে ফিরছিলেন বুধবার রাতে। পিছনের সিটে বসেছিলেন জয়দেব হাজরা নামে অপর এক ব্যক্তি। হঠাৎ এই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং এর সজোরে ধাক্কা মারে। পিছনে বসে থাকা জয়দেব বাবু 35 ফুট উপর থেকে নিচে পড়ে যান। বাইক চালক উত্তম বাবু ছিটকে পড়েন। রক্তাক্ত অবস্থায় জয়দেব বাবুকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।
অন্য দিকে বাইক চালক উত্তম বাবুকে আশঙ্কাজনক অবস্থায় চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বেশ কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়। এদিকে উত্তমবাবু ছেলে সঞ্জুর দাবি তার বাবা কে দেড় থেকে দু'ঘণ্টা এমনি ফেলে রাখা হয়। অক্সিজেন দেওয়া হয়নি। শুধুমাত্র এক্সরে করা হয়েছিল। তার পরিবারের দাবি দেরিতে চিকিৎসা শুরু হওয়ার কারণেই মারা গেছেন উত্তম বাবু।
No comments:
Post a Comment