Trending

Saturday, 14 September 2019

গণেশ ভিসর্জন এসে ঝিলের জলে তলিয়ে গেলেন 12 জন
মধ্যপ্রদেশের ভূপালের  কাছে লোযারা  লীগ নামক ঝিলে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।  ভোরবেলা গণেশ  বিসর্জন দিতে এসেছিল বছর 27-28 কয়েকজন যুবক। দুটি নৌকা নিয়ে তারা ঝিল বরাবর চলে আসে।নৌকাযাত্রা সংখ্যা ছিল প্রায় 23জন,  এবং বিশাল একটি গণেশ মূর্তি। 

তাদের উদ্দেশ্য ছিল মাঝ  ঝিলে  এসে গণেশ মূর্তি বিসর্জন দেওয়ার,  কিন্তু মাঝ  ঝিলে  আসার পর তারা যেই গণেশ মূর্তি তুলতে যাবে,  নৌকা  দুলতে  শুরু  করে।অনেক যাত্রী প্রাণভয়ে  এক  নৌকা  থেকে আরেক নৌকায় লাফ দেয়,  ফলে দ্বিতীয় নৌকাটি ও দুলতে আরম্ভ করে l  ওই নৌকায় অতিরিক্ত লোক হওয়ার জন্য সেখান থেকেও কয়েকজন জলে পড়ে যান l  পাঁচজন  এর  মধ্যে সাঁতরে পারে ওঠেন,  কিন্তু এখনো অব্দি লেকের গভীর জলে বারো জন নিখোঁজ। 

রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনাটির  তদন্তের নির্দেশ দিয়েছেন।মৃতদের পরিবারের চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে,  কিন্তু প্রশ্ন উঠছে যে এত ভোরবেলায় গণেশ  বিসর্জন  দিতে  আসার পরেও কারো গায়ে লাইফ জ্যাকেট ছিল না কেন?  প্রবল বৃষ্টির মধ্যে জারি রয়েছে উদ্ধারকাজ। 

No comments:

Post a Comment