জাতিগত বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার অফিশিয়াল পেজে লিখেছিলেন ইসরাইলের মহিলা পুরুষ এবং শিশুদের ধ্বংস করছে আরবরা, আর তাই ইসরায়েলি নাগরিকদের উচিত তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তার এই মন্তব্যের পরই অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয় ফেসবুক।
ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভাঙ্গার ফলে নিজে থেকেই অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছে ফেসবুক।
তবে ইসরাইলি প্রধানমন্ত্রী দাবি করেছেন যে তিনি এমন কোন পোস্ট অফিশিয়াল পেয়েছে করেননি, হয়তো তার দপ্তরের কোন কর্মী ভুলবশত কোন কিছু লিখে ফেলেছিল।
আগামী সপ্তাহে হতে যাওয়া সাধারণ নির্বাচনের জন্য লড়ছেন নেতানিয়াহু। তিনি এর আগে মঙ্গলবার ঘোষণা করেছিলেন নির্বাচনে জিতলে তিনি ফিলিস্তিনে পশ্চিম তীরের জর্দান উপত্যকায় ইসরাইলের সঙ্গে সংযুক্ত করবেন।
গত 9 এপ্রিল তিনি পঞ্চম বারের জন্য জয়ী হন, তবে যথেষ্ট পরিমাণ সংখ্যাগরিষ্ঠতার না থাকায় তার দল সরকার গঠন করতে পারেনি। পরে তিনি 6 মাসের জন্য সংসদ ভেঙে দেন আগামী 17 সেপ্টেম্বর আবার নির্বাচন হবে।
No comments:
Post a Comment