নৈহাটির দেবক এলাকায় এক পরিতক্ত বাথরুম থেকে একটি কলেজছাত্রের পচাগলা দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।নৈহাটি রাজেন্দ্রপুরের এলাকার বাসিন্দা সমরেশ মন্ডল গত 17 সেপ্টেম্বর বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি,অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া না গেলে বাড়ির লোকেরা 18 সেপ্টেম্বর নৈহাটি থানায় মিসিং ডায়েরি করেন।
অবশেষে নৈহাটির একটি পরিত্যক্ত বাথরুম থেকে তার দেহ উদ্ধার হয়।এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।মৃতের পরিবারের পক্ষ থেকে অস্বাভাবিক খুনের মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী বছর বাইশের সমরেশ হুগলির মহসিন কলেজের তৃতীয় বর্ষের ছাত্র।17 তারিখ পড়তে যাওয়ার নাম করে সে বাড়ি থেকে বেরোয় কিন্তু অনেক রাত হয়ে গেলেও সে বাড়ি ফেরেনি।তাই তার বাড়ির লোকের 18 তারিখে থানায় নিখোঁজ ডায়েরি করেন।অবশেষে এলাকার স্থানীয় বাসিন্দারাই ওই পরিতক্ত বাথরুম থেকে দেহটি উদ্ধার করেন এবং তারাই পুলিশকে খবর দেন।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তারা একটি দুর্গন্ধ পাচ্ছিলেন ওই পরিত্যক্ত বাড়ি থেকে,দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়েই তারা মৃত সমরেশ কে দেখতে পান।
নৈহাটি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠায়।সমরেশের বাড়ির লোকেরা এসে দেহ শনাক্ত করে,ছেলের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে গোটা পরিবারসহ এলাকাতে।কেন পড়তে না গিয়ে ওই পরিত্যক্ত বাড়িতে সে এসে পৌছালো এবং কে বা কারা তাকে খুন করল সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
No comments:
Post a comment