পুরুলিয়া জেলা প্রশাসন পুরুলিয়ার 290 পিছিয়ে পড়া গ্রামকে কেন্দ্র করে আবার নতুন উদ্যমে গো টু ভিলেজ কর্মসূচির নাম দিয়ে সাতটি কাজের অ্যাসাইনমেন্ট সহ গ্রামে পাঠাচ্ছেন বিডিও এবং ব্লক আধিকারিকদের।জানা গেছে যে পিছিয়ে পড়া গ্রামগুলিকে মূলস্রোতে ফেরানো উদ্দেশ্যেই এই উদ্যোগ।এই কর্মসূচিতে থাকবে 100 দিনের কাজ, গর্ভবতী এবং শিশু স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় রক্ষণাবেক্ষণ,সামাজিক সুরক্ষা বৃদ্ধি সহ বেশকিছু সরকারি প্রকল্পের বাস্তবায়ন।শুক্রবার আধিকারিকরা মিটিং এ বসবেন।তারপর তাদের মধ্যে কাজ ভাগ করে দেওয়া হবে।শনিবার দিন তারা নির্দিষ্ট কাজের দায়িত্ব নিয়ে গ্রামে পৌঁছাবেন এবং সেখানে কাজের তদারকি করবেন।
জেলা প্রশাসক রাহুল মজুমদারের কথায় এই কাজে আমরা অনেক সাফল্য অর্জন করেছি।শুধু কাজ করলেই হবে না।সমস্ত কাজের খতিয়ান আধিকারিকদের নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে হবে।তার ওপর ভিত্তি করে পরবর্তী কাজের প্রকল্প নেওয়া হবে।প্রসঙ্গত উল্লেখ্য 2011 সালের জনগণনা অনুযায়ী শিক্ষার হার এবং জনগণনার ভিত্তিতে এই 290 তি গ্রাম কে পিছিয়ে পড়া গ্রাম হিসেবে চিহ্নিত করা হয়েছিল।তাই এবার কাজ শুরু হবে এই পিছিয়ে পড়া গ্রামগুলিকে দিয়েই।
No comments:
Post a comment