Trending

Wednesday, 4 September 2019

জি ডি পি নিয়ে কেন্দ্রকে বিদ্রুপ প্রাক্তন অর্থমন্ত্রীরআই এন এক্স মিডিয়া মামলায় পি চিদাম্বরম কে আরো দু'দিনের জন্য নিজেদের হেফাজতে রাখল সিবিআই।কিন্তু মঙ্গলবার আদালত থেকে বের হবার সময় সংবাদমাধ্যমকে সামনে পেয়ে নিজের ক্ষোভ উগরে দেন প্রাক্তন অর্থমন্ত্রী। 

তাকে যখন জিজ্ঞেস করা হয় আপনি কি কিছু বলতে চান? তার উত্তরে তিনি বলেন 5 শতাংশের মানে বোঝেন তো?এমনকি তিনি হাত তুলে পাঁচ আঙ্গুল দেখান।  

তার ছেলে কীর্তি চিদাম্বারাম নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এটি  শেয়ার করেন।শেয়ার করা হয় কংগ্রেসের তরফ থেকেও।মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।

 প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগে দেশের অর্থনীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দুসেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।সেই সময়কার অর্থমন্ত্রী পি চিদাম্বরম দেশের অর্থনীতির হার রেকর্ড মাত্রায় বাড়িয়েছিলেন।সেই সময় দেশের অর্থনীতির হার বৃদ্ধির হার ছিল -5.5, 6.3,6.8।অথচ বর্তমানে সে বৃদ্ধি নেমে এসেছে মাত্র 5 শতাংশে।
 গত 6  বছরের মধ্যে এই হার রেকর্ডসংখ্যক কম।কংগ্রেস  থেকে জানানো হয়েছে ঠিক এই কারণেই চিদাম্বারাম কে এত ভয় পাচ্ছে বিজেপি। 

No comments:

Post a Comment