ভারতীয় সেনা এবার আসামে একটি বড়সড় ও নাশকতার ছক ফাঁস করল।মঙ্গলবার আসামে গাবরু খান্দা এলাকা থেকে প্রচুর বিস্ফোরকসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ভারতীয় সেনা।গোয়েন্দা সূত্রে পাওয়া খবর অনুযায়ী চিরুনি তল্লাশি চালাতে গিয়ে নিম্ন আসামের পানবাড়ি রিজার্ভ ফরেষ্টের ভেতর একটি বিস্ফোরকভর্তি গোপন আস্তানার সন্ধান পায় ভারতীয় সেনাবাহিনী।আধুনিক আগ্নেয়াস্ত্রসহ প্রচুর শক্তিশালী বিস্ফোরক পাওয়া যায় সেখানে।
আসাম পুলিশ, এসএসবির সঙ্গে যৌথ উদ্যোগে তল্লাশি চালিয়ে এই সাফল্য পেল ভারতীয় সেনা।তল্লাশিতে ব্যবহার করা হয়েছে আর্মি ট্র্যাকার ডগ।তাদের সাহায্যেই আটটি বড় বড় ট্রাঙ্ক উদ্ধার করা হয়েছে।পুলিশের সন্দেহ বিচ্ছিন্নতাবাদী সংগঠন এনডিএফবি অস্ত্রভাণ্ডার করে তুলেছিল।
এখান থেকে নটি ফ্যাক্টরি মেড রাইফেল, এগারটি দেশীয় রাইফেল,162 টি স্নিপার , আগ্নেয়াস্ত্র, 17কেজি বিস্ফোরক দুটো রেডিও সেট এবং বিস্ফোরণের কাজে ব্যবহৃত অন্যান্য উপকরণ পাওয়া গেছে।
সমস্ত বিস্ফোরক গুলি তুলে দেওয়া হয় চিরাং পুলিশের হাতে, এগুলিকে নিয়ে আসা হয় পানবাড়ি পুলিশ স্টেশনে।এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
No comments:
Post a Comment