সন্ত্রাসবিরোধী নতুন আইনে জইস ই মোহাম্মদের প্রধান মৌলানা মাসুদ আযহার জামাত ও লস্কর ই তইবার প্রধান সৈয়দ কে সন্ত্রাসবাদি হিসেবে চিহ্নিত করলো মোদি সরকার।এছাড়া 1993 সালে ঘটানো পরপর বিস্ফোরণের ঘটনায় ইব্রাহিম দাউদ কে সন্ত্রাসবাদি বলে এই আইনে ঘোষণা করা হয়।
1963 সালের আনাল্ফুল আইন অনুযায়ী জইস ই মহম্মদের প্রধান মাসুদ আজহার কে সন্ত্রাসবাদী বলে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার।বুধবার এক বিবৃতিতে কেন্দ্রীয় সরকার তরফে জানানো হয়েছে যে মাসুদ আজহারের সংগঠন বিভিন্ন সময় বিভিন্নভাবে ভারতে জঙ্গি কার্যকলাপ ঘটিয়েছে এবং এই কার্যকলাপে সাধারণ মানুষদের নিযুক্ত করবার প্রয়াস চালিয়েছে।পাঠানকোটে বায়ুসেনা র উপর হামলার সময় ও তাদের সক্রিয় ভূমিকা ছিল।
অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে লস্কর-ই-তৈবার প্রধান হাজী মোঃ সৈয়দ কেও একইভাবে সন্ত্রাসবাদি হিসেবে চিহ্নিত করা হয়েছে।জাতীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী সৈয়দ ভারতের বহু জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত এবং অনেকদিন ধরে জঙ্গি কার্যকলাপে মদদ দেওয়া, ভারতের ক্ষতি করা ইত্যাদি অভিযোগে অভিযুক্ত।
No comments:
Post a comment