কাশ্মীরে 370 ধারা বাতিলের পর থেকেই কাশ্মীরকে নিয়ে পাকিস্তানের যেন মাথাব্যথার শেষ নেই। বিভিন্নভাবে আক্রমণ চলছে ভারতীয়দের উপর। চলছে একের পর এক হুমকি।দিন দিন পরিস্থিতি এতটাই খারাপের দিকে যাচ্ছে যে ঘটনা আর রাজনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ নেই। কাশ্মীর প্রসঙ্গে মুখ খুলতে শুরু করেছেন পাকিস্তানে ক্রীড়া এবং বিনোদন জগতের কিছু মানুষ।
এর মধ্যে সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায় পাক গায়িকা পির, নরেন্দ্র মোদিকে অদ্ভুত ভাবে হুমকি দেন। তিনি জানান তিনি নরেন্দ্র মোদিকে একটি বিশেষ উপহার দিয়ে আসবেন। সেটা হল একটা বিসধর সাপ।
তিনি আরো বলেন যে ভারতীয় সেনারা যেন কাশ্মীর নিয়ে বেশি বাড়াবাড়ি না করে। তাহলে তিনি তার বিষধর সাপ এবং কুমির গুলিকে সীমান্তে ছেড়ে দিয়ে আসবেন।
370 ধারা বন্ধ হওয়ার পর থেকে কাশ্মীর নিয়ে ভারত বিশ্বে যতটা জনসমর্থন পেয়েছে পাকিস্তান নিজের পক্ষে কিছু জোগাড় করতে পারেনি। সেই আক্রোশ থেকে হুমকি বর্ষণ চলছে। তবে এমন অদ্ভুত হুমকি এর আগে কাউকে দিতে দেখা যায়নি। ইতিমধ্যে ভিডিও নিয়ে সমালোচনার মুখে পড়েছেন পাক গায়িকা।
No comments:
Post a comment