পরিচালক অতনু ঘোষ এর ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জয়া আহসান।এই নতুন জুটিকে দর্শক খুব তাড়াতাড়ি বড় পর্দায় দেখতে পাবেন।
মঙ্গলবার এই সিনেমার লোগো উদ্বোধন হলো।জানা গেছে এই সপ্তাহেই শুরু হবে শুটিং। কথা প্রসঙ্গে জয়া আহসান বলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সঙ্গে কাজ করার ইচ্ছে তার বহুদিনের ছিল, এবার তার সেই আশা পূর্ণ হতে চলেছে। তবে তিনি জানিয়ে দিয়েছিলেন স্ক্রিপ্ট ভালো হলে তবেই তিনি কাজ করবেন।পরিচালক অতনু ঘোষ এর ছবিতে তাকে এবং প্রসেনজিৎকে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে রাখা হয়েছে। তাই বেশ খুশির মেজাজে আছেন জয়া আহসান।
এর আগে অতনু ঘোষের ময়ূরাক্ষী ছবিতে কাজ করেছিলেন প্রসেনজিৎ এবং বিনিসুতোয় কাজ করেছিলেন জয়া আহসান।অবশেষে অতনু ঘোষ এর তৃতীয় ছবিতে দু'জনকে একসঙ্গে দেখা যাবে।এই ছবিতে প্রসেনজিতের চরিত্রটির নাম অসীমাভ এবং সায়নী নামের চরিত্র দেখা যাবে জয়াকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন বাংলা ছবির জগতে খুব বড় ছাপ ফেলতে চলেছে এই ছবিটি। তিনি নিজেও খুব খুশি জয়া আহসানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে।
No comments:
Post a comment