Trending

Saturday, 14 September 2019

এখন আরও সুরক্ষিত রেল যাতায়াত
মহিলা সুরক্ষার কথা ভেবে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।তৈরি হল এমন এক বিশেষ অ্যাপ  যার মাধ্যমে মহিলাদের রেল যাত্রা  আরও সুরক্ষিত হয়ে উঠবে।এই অ্যাপটির নাম আই ওয়াচ এস ও এস ফর ওম্যান।রেলওয় প্রটেকশন ফোর্স এবং একটি বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে এক বছর ধরে এই অ্যাপটি তৈরি করেছে।এই অ্যাপটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় দু'লক্ষ টাকা।গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে এই অ্যাপটি ডাউনলোড করা যাবে।এই অ্যাপ থাকার ফলে যদি মহিলা যাত্রী  কোন রকম বিপদের সম্মুখীন হন তাহলে সেই অ্যাপটির উপর একবার প্রেস করলে 80 সেকেন্ডের একটি ভিডিও পৌঁছে যাবে আর পি এফ কন্ট্রোলরুমে। এছাড়াও অ্যাপটিতে থাকছে কন্টাক্ট সেভ করার বিশেষ অপশন, তাই মহিলা চাইলে তার বিপদের কথা আরপিএফ ছাড়াও নিজের পরিবারের কাছে পৌছাতে পারেন।যদি কোনো দুষ্কৃতী মহিলার ওপর চড়াও হয়ে তার মোবাইল ফোন ছিনিয়ে নেন তাহলেও কোন অসুবিধা নেই, কারণ অ্যাপের মাধ্যমে মহিলার লোকেশন আরপিএফ এর কাছে পৌঁছে যাবে।মহিলা যাত্রী লোকেশন ট্র্যাক করার পর তা লোকাল পুলিশকে জানিয়ে উদ্ধারকাজে নামতে পারবে আরপিএফ।জানা গেছে ইতিমধ্যে গুগল প্লে স্টোর থেকে দু লক্ষেরও বেশি মানুষ অ্যাপটি ডাউনলোড করে ফেলেছেন।এই এক আসার ফলে রেলপথে মহিলাদের সুরক্ষা জোরদার হলো। 

No comments:

Post a Comment