বহুদিন ধরে অত্যন্ত সফলতার সঙ্গে কাজ করে চলেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।এবার কলকাতা পুলিশের আছে রাজ্য পুলিশ স্পেশাল ফোর্স এর সুবিধা পেতে চলেছে এর নাম হবে এস টি এর ওয়েস্টবেঙ্গলl বর্তমান আইজিপি দার্জিলিং অজয় কুমার নন্দকে নিয়োগ করা হচ্ছে।এস পি এফ এর প্রথম আইজি প্রদেশ রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর এর বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।বর্তমানে এস টি এফ ওয়েস্ট বেঙ্গল এ আইপিএস অফিসারের নেতৃত্বে কাজ করবে 384 জন। এনাদের মধ্যে থাকবেন একজন আইজি, দুজন এডিজিপি, চারজন এ এসপি, 14 জন টিএসপি, 50 জন পুলিশ ইন্সপেক্টর এবং অন্যান্য পুলিশ এবং অপুলিশকর্মী।
প্রসঙ্গত উল্লেখ্য 2008 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সটি নির্মাণ করেন।সিআইডি এডিজি তথা প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে তৎকালীন এস টি এফ এর দায়িত্ব দেওয়া হয়।এরপর থেকেই একের পর এক সন্ত্রাস দমন, জঙ্গি দমন, মাওবাদী দমন, বুদ্ধগয়া বিস্ফোরণের তথ্য ফাঁস করতে সক্ষম হয়েছে কলকাতা এস টি এফ।এবার থেকে এস টি এফ ওয়েস্টবেঙ্গল ও কোলকাতা এস টি এফ এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।সিআইএসএফ এর ডি আই জি সিদ্ধিনাথ গুপ্ত কে দায়িত্ব দেওয়া হয়েছে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য।
No comments:
Post a comment