প্রগতিশীল মহিলা সংগঠনের সদস্যরা দাবি করেছেন যে ভারত সরকার 370 ধারা বাতিলের পর থেকে কাশ্মীর এই 13 হাজার শিশু এবং কিশোর নিখোঁজ হয়েছে।
সমাজকর্মী বামপন্থী আন্দোলনের নেত্রী এনি রাজা,যোজনা কমিশনের প্রাক্তন সদস্য সাইদা হামিদ জানান,বিজেপি সরকার 370 ধারা বাতিল করার পর কাশ্মীরের সমস্ত অধিবাসীরা একজোট হয়েছে,তাদের মধ্যে থেকে ছোটখাটো বিভেদ চলে গেছে।কাশ্মীরের সকলেই ভারত সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে কথা বলছে।তাদের মতে তাদের কফিনের শেষ পেরেকটা ভারত সরকার পুঁতে দিল।
প্রসঙ্গত 5 ই আগস্ট কাশ্মীর থেকে 370 ধারা বাতিলের পর কাশ্মীরে 144 ধারা জারি করা হয়েছে।স্কুল কলেজ গুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ অনেক রাজনৈতিক নেতা গৃহবন্দি এবং গ্রেপ্তার হন।এমনকি গোটা রাজ্যে মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছিল।
No comments:
Post a Comment